মোঃ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটির বিভিন্ন স্থানে এবার কোরবানির পশুর ১৬টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ এলাকায় ৭টি ও কদমরসূল এলাকায় বসবে ৯টি পশুর হাট।
ইতিমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে হাটের ইজারা চূড়ান্ত করতে দরপত্র আহ্বান করেছে। তবে, নারায়ণগঞ্জ শহরের ৯ ওয়ার্ডে কোন হাট দেওয়া হয়নি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্যাপিত হবে। সেই হিসেবে ঈদের পূববর্তী ৩ দিনের জন্য নারায়ণগঞ্জ সিটির এই অস্থায়ী পশুর হাট গুলো ইজারা দিবে।
করোনা মহামারির মধ্যেও গত বছর সিটি করপোরেশন ৬টি হাট বসিয়েছিল।
এবার হাটের ইজারা চূড়ান্ত করতে দরপত্র আহ্বান করা হাট গুলো হলো:- ১নং ওয়ার্ডে সিআইখোলা বালুর মাঠ, ৩নং ওয়ার্ডে সানারপার লিথি গার্মেন্স সংলাগ্ন মৌলভী মো. ফজলুর রহমানের খালি জায়গা, ৪নং ওয়ার্ডে টাইগার অয়্যার রি-রোলিং মিলস এর মাঠ, ৫ নং ওয়ার্ডের ওমরপুরের সিদ্ধিরগঞ্জ বাজার রোডের পাশে জালাল উদ্দিন আহম্মেদ এর খালি জায়গা, ৮নং ওয়ার্ডের গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল মিলস এর খালি মাঠ (রেললাইনের পশ্চিম অংশ), ৯নং ওয়ার্ডে জালকুড়ি উত্তরপাড়া দশপাইপ সংলগ্ন মোতালিব বেপারীর বালুর মাঠ, ১৯নং ওয়ার্ডের সামিট পাওয়ার প্লান্টের পেছনে খালি জায়গায় অস্থায়ী পশুর হাট, ২০নং ওয়ার্ডে সোনাকান্দা মাঠে পশ্চিম পাশ্বের খালি জায়গায়, ২১নং ওয়ার্ডেস্কুল ঘাট সংলাগ্ন বালুর মাঠে, ২৩নং ওয়ার্ডে পূর্বপাড়া লতিফ হাজীর মোড় সংলগ্ন খালি জায়গা, ২৩নং ওয়ার্ডে সমরক্ষেত্র, ২৪নং ওয়ার্ডে কাইতাখালি গোলন্দজ সাহেবের খালি জায়গা, ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ গুদাড়াঘাট সংলগ্ন খালি জায়গা ও ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষণখেলালা খেয়াঘাটের পাশের খালি মাঠ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com