নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঈদের বাজার করতে দেরি হওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে শরীরে কেরোসিন ঢেলে আগুন নেয়ার ঘটনায় দগ্ধ গৃহবধূ লতা বেগম (৩০) মারা গেছেন। ঘটনার তিনদিন পর সোমবার দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লতা বেগম আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দাসিরদিয়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক জানান, শুক্রবার ঈদ উপলক্ষে বাড়ির মেহমানদের জন্য বাজারসহ মুরগি আনার জন্য লতা তার স্বামী দুলাল মিয়াকে বাজারে যেতে বলেন। দুলাল পরে বাজারে যাবে বলেন জানান। এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে দুলাল মিয়া ক্ষীপ্ত হয়ে স্ত্রী লতাকে মারধর করেন। পরে সবার অজান্তে ঘরের দরজা লাগিয়ে লতা শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি জানান, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।