নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না প্রকৌশলীর

লেখক:
প্রকাশ: ২ years ago

জয়পুরহাটে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় হালিমুর রশীদ (৬৫) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) ভোরে জয়পুরহাট-বগুড়া সড়কের বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হালিমুর রশীদ জয়পুরহাট পৌর শহরের হাউজিং এস্টেট এলাকার মৃত তৈমুর রহমানের ছেলে। তিনি পাঁচবিবি উপজেলা এলজিইডির প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

ওসি আলমগীর জাহান জানান, প্রকৌশলী হালিমুর রশীদ হাউজিং এস্টেট এলাকায় নিজ বাড়িতে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে বাস টার্মিনাল মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হালিমুর রশীদকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিলেন। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।