নানা রোগে আক্রান্ত হচ্ছে রোহিঙ্গারা

লেখক:
প্রকাশ: ৭ years ago

কোথাও মাথা গোজার ঠাঁই নেই। ১০ দিন ধরে খোলা মাঠে থেকে নানা রোগে আক্রান্ত হচ্ছে রোহিঙ্গারা। নেই পর্যাপ্ত খাবার ও পানীয় জল। এতে চরম মানবেতর অবস্থায় আছেন টেকনাফে আশ্রয়কেন্দ্রে থাকা রোহিঙ্গা শরণার্থীরা।

রেড ক্রিসেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সেবা সংস্থা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও তা পর্যাপ্ত নয়। খাদ্যের অভাবে অনেক রোহিঙ্গাই অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এদিকে, রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। আজও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই জনের গুলিবিদ্ধ মরদেহ এবং শাহ পরীর দ্বীপ থেকে আরও এক শিশুর মরদেহ পাওয়া গেছে।

এছাড়া বিভিন্ন শরণার্থী শিবিরে যারা আশ্রয় নিতে পারেনি তারা যাতে সীমান্তবর্তী গ্রামগুলোতে ঢুকতে না পারে সেজন্য বেশ কিছু জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।

মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৭৩ হাজার মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।