মানিকগঞ্জের সিংগাইরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানা আজগরকে (৫০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আজগর মানিকগঞ্জের সিংগাইর থানার জয়মন্টপ ইউনিয়নের রায়পুর গ্রামে বসবাস করতেন। তিনি পেশায় একজন মুদি দোকানদার ছিলেন।
নিহতের শ্যালক নজরুল জানান, আজগরের নাতনিকে আলামিন নামে এক ছেলে রাস্তায় ইভটিজিং করতেন। সে কারণে গতকাল দুপুরে আজগর সিংগাইর থানায় একটি অভিযোগ দেন। পরে রাতে পুলিশ এসে আলামিনের খোঁজ নিয়ে চলে যান। পুলিশ আসার খবর পেয়ে আজ সন্ধ্যায় কয়েকজন সন্ত্রাসী আজগরকে কুপিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জরুরিভাবে ঢাকা পাঠানো। পরে আজগরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আল মেহেদী শুভ ঢাকা পোস্টকে বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, আজগর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার খবরে পুলিশ হাসপাতালে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিংগাইর থানায় হস্তান্তর করা হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com