দেশের উত্তরাঞ্চলে নাটোর, বগুড়া, সিরাজগঞ্জসহ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে এটি অনুভূত হয়।
ঢাকায় আবহাওয়া অফিসের দায়িত্বরত আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এনটিভি অনলাইনকে বলেন, রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির ১৪ সেকেন্ড স্থায়ী হয়। এর কেন্দ্র ছিল নাটোরে।
এছাড়া পাবনা, রাজশাহীতে মৃদু মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।