নাগরিক সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক কল সেন্টার ‘৩৩৩’ এ কল করার আহ্বান জানানো হয়েছে। এর মাঠ পর্যায়ে প্রচারণা উপলক্ষ্যে ঝালকাঠিতে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার ঝালকাঠিতে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, যেকোনো মোবাইল ফোন থেকে ‘৩৩৩’ নম্বরে কল দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে নাগরিকরা বিভিন্ন তথ্য এবং জেলা ও পর্যটন বিষয়ক সকল তথ্য জানতে পারবেন। এছাড়াও, বাল্যবিয়ে, যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিকারে নাগরিকরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন তথ্য জানাতে পারবেন।
জেলা প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ২০১৮ সালের ১২ই এপ্রিল এই কল সেন্টারের উদ্বোধন করেন। তার নির্দেশনাতেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই (এক্সেস টু ইরফরমেশন) নাগরিকদের সেবা নিশ্চিত করতে এই কল সেন্টার পরিচালনা করে আসছে।