সারোয়ার হোসেন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :সারা বিশ্বে করোনা মহামারি আকার ধারন করেছে। টাঙ্গাইলের নাগরপুরে করোনা মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
২১ এপ্রিল ২০২০, বিকেলে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মসরুরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় করোনায় সরকারি আদেশ অমান্য করে কাপড়ের দোকান, ইলেকট্রিকের দোকান খোলা রাখা, মুদির দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা, বিকাল ৫ টার পর দোকান খোলা রাখা ইত্যাদি কারণে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮/২৬৯ ধারা ও ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন এর ৩৮ ও ৪০ ধারা লংঘনের অপরাধে মোট ১৪ টি মামলায় ৪১০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তারিন মসরুর সাংবাদিকদের বলেন, নাগরপুরে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই সময়ে মুখে মাস্ক ব্যবহার করা, অযথা বাইরে ঘোরাঘুরি না করে ঘরে অবস্থান করা, সরকারি আদেশ উপজেলাবাসীকে মেনে চলতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় তিনি করোনা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com