নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশির পা বিচ্ছিন্ন

লেখক:
প্রকাশ: ২ years ago

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. গোলাম আকবর (২৫) নামের এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ির জামছড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন নাইক্ষ‍্যংছড়ি থানা পুলিশের ওসি (তদন্ত) মো. শাহজাহান। আহত যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা এলাকার ছৈয়দ আজিমের ছেলে।

 

ওসি শাহজাহান বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। কী কারণে ওই বাংলাদেশি মিয়ানমারের অভ্যন্তরে গেল তা অজানা। তবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা চোরাচালানের উদ্দেশ্যে হতে পারে।’

আহত গোলাম আকবরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।