ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া বাজারে সোমবার সকালে দুই ভাইকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত সিদ্দিক জোমাদ্দার (৩৮) ভৈরবপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ও তার ছোট ভাই ইদ্রিস জোমাদ্দার (৩০) শারীরিক প্রতিবন্ধী। আহত দুই ভাইকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিদ্দিক জোমাদ্দার জানান, তিন মাস আগে তাঁর দোকানে চুরি হয়। এ বিষয়ে তিনি নলছিটি থানায় একটি অভিযোগ দেন। পরে পুলিশ আশেপাশের গ্যারেজ মালিকদের জিজ্ঞাসাবাদ করে। এসময় সিদ্দিক জোমাদ্দারের পাশের দোকানদার নয়ন খানকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করে।
এ ঘটনার পর থেকে নয়ন খান সিদ্দিক জোমাদ্দারের ওপর ক্ষিপ্ত ছিলেন। সোমবার সকালে নয়ন খান দোকানের সামনে এসে সিদ্দিক জোমাদ্দার ও তার ভাই ইদ্রিস জোমাদ্দারকে অকথ্য ভাষায় গালাগাল দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে নয়ন খান রড দিয়ে পিটিয়ে দুই ভাইয়ের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে জখম করেন।
পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে নয়ন খানের দাবি সিদ্দিক জোমাদ্দার ও তার ছোট ভাই ইদ্রিস জোমাদ্দার মিলে দোকানে আটকে তাকে মারধর করেছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com