নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২

লেখক:
প্রকাশ: ৬ years ago

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর রয়টার্সের।

ক্যাম্পাস পুলিশ প্রধান জেফ বেকার বলেছেন, মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যক্তি পিস্তল দিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীর ওপর গুলি চালান। এসময় ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশরা তাকে আটক করে।

তিনি জানান, হামলাকারীর নাম ট্রাইস্টান এন্ড্রু টেরেল।

টেরেলের সম্পর্কে আর কিছু জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, হামলাকারী বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষার্থী।

এখনও গোলাগুলির কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ক্যাম্পাস পুলিশ প্রধান বেকার বলেন, আমাদের সদস্যরা অনেক প্রাণ বাঁচিয়েছে তাতে কোনও সন্দেহ নেই।

হামলার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের একসঙ্গে গণরুমে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী রোববারের ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবারে ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য কনসার্টও বাতিল করা হয়েছে।