বরিশালের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে উদ্যোক্তা পরিবার বিসিক বরিশাল ফেসবুক গ্রুপের এডমিন ও মডারেটর প্যানেলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, এখন উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাবার সময় এসেছে। আমাদের নারী উদ্যোক্তাদের সংখ্যা বাড়াতে হবে। নারীদের জায়গা করে দিতে হবে; তারা যাতে স্বাবলম্বী হয়।
বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা না থাকলে আমরা আজ এই দিনটি দেখতে পেতাম না। আমি যে আজ বরিশালের জেলা প্রশাসক এটাও সম্ভব ছিলো না। হয়তো কোন এক দফতরের পিওন/ কেরানী থাকতাম যদি কিনা মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে ১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন না করতো।
মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানোর জন্য আমার চেয়ারের পাশেই আর একটি চেয়ার রেখেছেন বীর মুক্তিযোদ্ধা চেয়ার নামে। তবে এটা শুধু আমার অফিসেই না সকল উপজেলা এবং ইউনিয়ন পর্যায়েও এই চেয়ার থাকবে।
এছাড়া জেলা প্রশাসক উদ্যোক্তাদের সাথে কথা বলেন ও তাদের সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন ফিরোজ মোস্তফা, হাসান সরদার জুয়েল, জাকারিয়া আলম দিপু, মোঃ রায়হান হুসাইন, ইব্রাহিম মাসুম, মাহাদী হাসান, মোঃ তানভীর হোসেন, গাজী মেহেরীন জু্ই,মডারেটর রণী শ্রাবণী ও শয়লা ইসলাম।
উদ্যোক্তাদের ব্যাংক ঋণের ব্যাপারে উদ্যোক্তা পরিবার বিসিক বরিশালের একজন উদীয়মান উদ্যোক্তা মোঃ রায়হান হুসাইন বলেন, উদ্যোক্তাদের ব্যাংক ঋণের প্রক্রিয়াটা ব্যাপক এবং অনেক শর্ত আরোপ করা। ” উদ্যোক্তাদের সমাজে কোন পরিচিতি নেই যার জন্য সমাজের যুবক-যুবতিরা এখন সোনার হরিণ চাকরীর পেছনে ছুটছে। উদ্যোক্তাদের একটি করে পরিচিতি কার্ড প্রদান করা হোক”, যাতে প্রকৃত উদ্যোক্তাদের চিহ্নিত করা যায় এবং প্রকৃত উদ্যোক্তারা খুব সহজেই কোন ঝামেলা ছাড়া ব্যাংক ঋণ নিতে পারে সে ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ করে।