সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে জিতে সমর্থকদের নিয়ে নৃত্য ও মাদকের আসর বসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) রাতে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রকিবুজ্জামান আলপিন নিজ বাড়িতে এই আয়োজন করে।
স্থানীয়রা জানান, গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে মাগুড়া বিনোদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন রকিবুজ্জামান আলপিন। নির্বাচিত হয়ে দোবিলা গ্রামের নিজ বাড়িতে অন্তত পাঁচজন নর্তকী এনে নৃত্যের আয়োজন করেন। এ সময় মাদক সেবন করে নর্তকীদের সঙ্গে অশ্লীল নৃত্যে মেতে ওঠেন ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলামসহ অন্যান্য সমর্থকেরা। সারারাত উচ্চ শব্দে গানের সঙ্গে চলে অশ্লীল নৃত্য ও মাদক সেবন।
এ বিষয়ে কথা বলার জন্য বারবার ফোন করা হলেও রিসিভ করেননি নবনির্বাচিত ইউপি সদস্য রাকিবুজ্জামান আলপিন।
মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন, ‘এলাকাবাসী বিষয়টি আমাকে অবগত করেছে। এ ধরনের অশ্লীল আয়োজন করা একজন ইউপি সদস্যের শোভা পায় না। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com