ভোলার লালমোহনে তজুমুদ্দিনসহ পুরো জেলার নদী ভাঙ্গন কবলিত স্থান সরেজমিন পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক শামীম এমপি।
জেলা সদর, লালমোহন তজুমুদ্দিন, বোরহানউদ্দিন দৌলতখান ও চরফ্যাশন উপজেলার মেঘনা নদী তীরবর্তী এলাকা পরিদর্শন কালে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সফরসঙ্গী হয়েছেন।
৪ঠা সেপ্টেম্বর দুপুর ২ টায় লালমোহন লর্ডহার্ডিঞ্জ বাতিঘর খাল এলাকা পরিদর্শন কালে প্রধান অতিথী পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক শামীম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নদী ভাঙ্গন রোধে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন বাস্তবায়ন করছেন।
এ সরকারের সময় পানি ভাঙ্গন রোধে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। বিশেষ অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রাণের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার ফলে নদী ভাঙ্গন প্রায় রোধ হয়েছে।
ইনশাআল্লাহ ভাঙ্গন রোধের মাধ্যমে দেশকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলতার সাথে পথ চলছেন।
পরিদর্শনকালে লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল,উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা নির্বাহি অফিসার হাবিবুল হাসান রুমি,অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com