নদী তীর সংরক্ষণসহ বেশ কয়েকটি প্রকল্প চলমান : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

:
: ৫ years ago

পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. জাহিদ ফারুক বলেছেন, ‘সিরাজগঞ্জের মানুষকে যমুনা নদীর ভাঙ্গন থেকে স্থায়ীভাবে রক্ষায় ক্রসবার বাঁধ নির্মাণ, নদী তীর সংরক্ষণসহ বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। দেশীয় প্রযুক্তির এসব প্রকল্প শেষ হলে নিয়মিত রক্ষণাবেক্ষণও করা হবে।’

আজ শনিবার সকালে সিরাজগঞ্জ ক্রসবার বাঁধ-৪ এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘অতীতে অনেক প্রকল্প রক্ষণাবেক্ষণের অভাবে অকার্যকর হয়ে পড়েছে। ফলে শুধু অর্থের অপচয় হয়েছে। পরবর্তিতে ঐসব প্রকল্প নতুন করে করতে বেশী বরাদ্দ দিতে হয়েছে। এজন্য শুষ্ক মৌসুমে ভেঙ্গে যাওয়া ও ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কারে নির্দেশনাও দেয়া হয়েছে।‘

এ সময় সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেনসহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহ্ফুজুর রহমান, উত্তর পুর্ব অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, বগুড়া সার্কেলের তত্বাবধায়ক তারিক আব্দুল্লাহ আল ফায়াজ,সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বাঁধের উপর একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন।