গুগল নতুন ফিচার অ্যান্ড্রোয়েড অটো আসছে এটি অ্যান্ড্রয়েড ভক্তদের জন্য একটি দারুন খবর। গুগল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে, তাদের এই ফিচারটি নিয়ে তারা কাজ শুরু করে দিয়েছে। ব্যবহারকারীদের উদ্দেশ্যে উন্মুক্ত করার জন্য তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা আরো জানিয়েছে ‘ওকে গুগল’ নামের ফিচারটির জন্য গত একবছর ধরে কাজ করে আসেছে। একটি একটি অন্যরকম ফিচার যা দেখলে আপনি বুঝতে পারবেন। এর আগে এরকম একটি ফিচার ছিলো আর সেটি হলো গুগল ভয়েস সার্চ।
গুগল সেবার দিক থেকে আরো একধাপ এগুলো এবং তাদের দাবি অনুযায়ী এটিই গুগলের প্রকৃত সহযোগী হবে। কার্যকরভাবে, এটির সেবা পেতে হলে আপাতত আপনার গাড়ির মধ্যে বসেই তা পেতে হবে। এটির মাধ্যমে আপনি এমন সেবা পাবেন যেমন আপনার বাসার লাইটগুলো যেভাবে নিয়ন্ত্রণ করেন। এই সেবার মাধ্যমে সংগিত প্লাটফর্মের প্রতি শদ্ধা রেখে এর নিয়ন্ত্রণ করতে কাজ করবে। গুগল চায় ব্যবহারীর যাবতীয় কাজগুলোকে আরো সহজ করতে। ইতোমধ্যে গুগল সহকারী নিয়ে গুগল একটি খসড়া ভিডিও প্রকাশ করেছে।
প্রকৃতপক্ষে, গুগল সহকারী দিয়ে ব্যবহারকারীরা তা-ই করছে যা তারা আগেও করেছে যেমন- দিক নির্দেশনার জন্য জিজ্ঞাসা করা, এসএমএস পড়া, বাড়ি ফিড়তে কতো সময় লাগবে ইত্যাদি। এই সেবাটির প্রধান পার্থক্য হলো- মাঝে মাঝে গুগল সহকারী এর ছোট ছোট বাবল নিচের দিকে প্রদর্শিত হতে থাকবে। গুগলে কর্মরত কর্মীরা এই বাবলকে ‘দ্য পুডল’ বলে ডাকে। এটি অবিশ্বাস্য হলেও সত্যি যে, এগুলো দেখতে অর্ধেক পুডলের মতো দেখায়। এতে আপনার সন্দেহ থাকাটা স্বাভাবিক। যদি আপনি বলেন ‘হেই পুডল’ তাত্ক্ষণিকভাবে ‘হেই গুগল’ চলে আসবে যা মাত্র অর্ধেক সময়েই সম্ভব এবং এটি বলতে অনেক মজাও রয়েছে। সূত্র: দ্য ভার্জ
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com