বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে নতুন বছরে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বুধবার (৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হয়ে তিনি গভর্নরকে নতুন বছরের শুভেচ্ছা জানান।
জানা গেছে, শুভেচ্ছা বিনিময়কালে সার্বিক অর্থনীতিসহ পুঁজিবাজারের উন্নয়নে দুই নিয়ন্ত্রক সংস্থার প্রধান আলোচনা করেন। বৈঠকে পুঁজিবাজারে তারল্য বাড়াতে ব্যাংকগুলো কিভাবে অবদান রাখতে পারে সেই বিষয়ে গভর্নরের সহযোগিতা চান বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াতুল ইসলাম। এছাড়া বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আর্থিক খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে বলেন, বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মধ্যে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় হয়েছে। বৈঠকে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময়ে পুঁজিবাজারে তারল্য বাড়াতে ব্যাংকগুলোকে আইনের মধ্যে থেকে আরও সক্রিয় হওয়ার জন্য গভর্নরকে আহ্বান জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান।
তিনি আরও বলেন, নির্বাচন পরবর্তীতে পুঁজিবাজার কোনো ধরনের তারল্য সংকটে যাতে না পড়ে, সেজন্য পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com