মডেলিং, অভিনয় ও পরিচালনায় কাজ করলেও এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন সিবা আলী খান। এবার অমর একুশে বই মেলায় ‘আত্না’ নামে বই প্রকাশ করতে যাচ্ছেন এই নায়িকা। সাতটি ভৌতিক ছোট গল্পের সমন্বয়ে সাজানো হয়েছে বইটি।
শোবিজের বাইরে লেখক পরিচয়ে অভিষেক হতে যাওয়ায় উচ্ছ্বসিত অভিনেত্রী সিবা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এতদিন বইমেলা থেকে পাঠক হিসেবে বই কিনেছি। এবার বইমেলায় নিজের লেখা বই প্রকাশ হবে— ভাবতেই ভীষণ ভালো লাগা কাজ করছে নিজের মধ্যে। এই অনুভূতির কথা ভাষায় বলে বোঝাতে পারব না।’
বইটিতে সাতটি গল্প রয়েছে। প্রতিটি গল্প কোনো না কোনোভাবে আত্মার সঙ্গে সম্পৃক্ত। এই সাতটি গল্পের মধ্যে একটি গল্পের নাম ‘আত্মা’।
অন্বেষা প্রকাশন থেকে প্রকাশ করা হবে বইটি। মূল্য ২৭০ টাকা। এছাড়া প্রকাশনীর নিজস্ব ওয়েবসাইট ও রকমারি থেকে বইটি সংগ্রহ করতে পারবেন পাঠকরা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com