ধর্ম মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে চান সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত ধর্মসচিব আনিছুর রহমান। মাত্র তিন মাস আগে এ পদে যোগদান করলেও ইতোমধ্যেই তিনি ধর্ম মন্ত্রণালয়কে গতিশীল করতে কাজ শুরু কেরেছেন। বিশেষ করে ২০১৮ সালের হজ কার্যক্রমকে অধিকতর সুষ্ঠু ও সুন্দরভাবে নানা ব্যতিক্রমধর্মী পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছেন। পরিকল্পনার অংশ হিসেবে হজ ক্যালেন্ডার প্রণয়ন করেছেন তিনি। এতে কবে কতদিনের মধ্যে কোন কাজ সম্পন্ন করবেন তা প্রণয়ন করে কাজ শুরু করেছেন। আগামীতে হয়রানিমুক্ত সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করাই তার একমাত্র লক্ষ্য বলে তিনি জানিয়েছেন।
সোমবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় ও ধর্মভিত্তিক দলগুলো নিয়ে কাজ করা রিপোর্টারদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি কিছু পরিকল্পনা ও তা বাস্তবায়নের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
ধর্ম সচিব আনিছুর রহমান বলেন, বিগত হজ মৌসুমে হাজিদের সঙ্গে প্রতারণাসহ অনিয়ম-দুর্নীতিতে জড়িত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কোনো এজেন্সিকে ছাড় দেয়া হবে না। শাস্তিপ্রাপ্ত এজেন্সির কেউ আবেদন করলে রিভিউ করা হবে, কিন্তু শাস্তি কমবে না।
তিনি জানান, চলতি বছরের হজ ব্যবস্থাপনায় যে ২২৮টি এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত চলছে সেই তদন্ত আগামী ১৫ জানুয়ারির মধ্যে শেষ হবে। অপরাধের ধরণ অনুযায়ী লাইসেন্স বাতিল, স্থগিত, জামানত বাতিল, আর্থিক জরিমানা ও হজ কার্যক্রম পরিচালনায় দুই এক বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে।
‘২০১৮ সালের হজ কার্যক্রমে কোন কোন এজেন্সি অংশ নিতে পারবে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ২৫ জানুয়ারির মধ্যে এজেন্সির তালিকা প্রকাশ করা হবে,-বলেন তিনি।
এজেন্সিগুলের বিরুদ্ধে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও নাম ব্যবহার করে পরবর্তীতে হজযাত্রী রিপ্লেসমেন্টের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ এবং এর সমাধান কী জানতে চাইলে আনিছুর রহমান বলেন, এ বছর থেকে নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদফতর থেকে এনআইডি নম্বর, পাসপোর্টে উল্লিখিত এনআইডি নম্বর পরীক্ষা করে দেখা হবে। আগের মতো ভুয়া পাসপোর্ট ব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনাসহ মন্ত্রণালয়ের যে কোনো কাজে গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন আনিছুর রহমান।
তিনি বলেন, ২০১৬ সালে পবিত্র হজ পালনকালে তিনি সচক্ষে হজের বিভিন্ন অব্যবস্থাপনা ও উন্নয়নে কী কী করণীয় তা প্রত্যক্ষ করেছেন। তাই সমস্যাগুলোর সমাধানে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
ধর্মসচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সুস্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে তার সুফল পাচ্ছে হজযাত্রীসহ সংশ্লিষ্ট সবাই। সরকারের বিভিন্ন উদ্যোগ ধর্ম মন্ত্রণালয়ের কাজেও গতিশীলতা বেড়েছে।’ মন্ত্রণালয়ের কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানান তিনি।
এর আগে ধর্ম সচিবের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন আরআরএফ নেতৃবৃন্দ।
সংগঠনের সহ-সভাপতি মিয়া হোসেন, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল ও প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল ইসলাম আরআরএফ’র নানা কার্যক্রম তুলে ধরেন।
এ সময় সংগঠনের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, অর্থ সম্পাদক রকিবুল হক, দফতর সম্পাদক কাওসার আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান বাবলু, মহসিনুল করীম লেবু, মনিরুজ্জামান উজ্জ্বল ও রফিক উল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া ধর্ম সচিবের একান্ত সচিব কামরুল হুদা ও সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
জানা গেছে, আনিছুর রহমান মাত্র তিনমাস আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি হয়ে এ মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি ১৯৮৫ ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৮সালের ১৫ ফেব্রুয়ারি সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনের ৩০ বছরের ২৬ বছরই সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করেছেন। সর্বশেষ ১৪ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব পদে যোগদান করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com