নতুন করে এমপিওভুক্ত হলেন বরিশালের ১৬১ শিক্ষক

লেখক:
প্রকাশ: ৬ years ago
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)

বরিশালের বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার ১৬১ জন শিক্ষককে নতুন করে এমপিওভুক্ত করলো সরকার। সোমবার (২৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে অনুষ্ঠিত এমপিও সভায় নতুন শিক্ষকদের এমপিওভুক্ত করা হয়।

সভায় বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার তিন হাজার ৮৯২ জন শিক্ষককে নতুন করে এমপিওভুক্ত করলো সরকার। সকাল ১টায় মাউশির মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ওমপিও সভা শেষ হয় বিকাল চারটায়।

অধ্যাপক ড. আব্দুল মান্নান জানান, এমপিও পাওয়া শিক্ষকদের মধ্যে বরিশাল ১৬১, চট্টগ্রাম ১২৮, কুমিল্লা ১৭৮, ঢাকা ৪৫৮, খুলনা ৪০৪, ময়মনসিংহ ৫৯৯, রাজশাহী ৪৯২, রংপুর ৬৪০ ও সিলেট অঞ্চল ১০২ জন শিক্ষককে অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে এমপিওভুক্ত করা হয়।

এছাড়া অনলাইনে আবেদন করা তিনজন শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন। বৈঠক সূ্ত্ের জানা গেছে, তিন হাজার ৮৯২ জন শিক্ষকের মধ্যে স্কুল ও কলেজের শিক্ষক রয়েছেন তিন হাজার ৪৬৩ জন এবং মাদ্রাসার শিক্ষক রয়েছেন ৫২৯ জন।