গত বছরই ইতিহাসের পাতায় নতুন করে নিজের নাম লিখেছিলেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ডস্লাম জিতে নিজের গড়া বিশ্ব রেকর্ডকে সমৃদ্ধ করেছিলেন এই সুইস তারকা।
এবার সেটাকে ভেঙে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেলেন তিনি।
রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মারিন ক্লিককে ৬-২, ৬-৭(৫-৭), ৬-৩, ৩-৬, ৬-১ সেটে হারিয়ে ২০তম গ্র্যান্ডস্লাম জয়ের পাশাপাশি রেকর্ড ষষ্ঠবারের মতো এই টুর্নামেন্টের শিরোপাও জেতেন ফেদেরার। খবর বিবিসির।
পুরুষ এককে পিট সাম্পাসের সর্বোচ্চ ১৪ গ্র্যান্ডস্লামের রেকর্ড অনেক আগেই ছাড়িয়ে গেছেন ফেদেরার। গত বছর উইম্বলডনের ফাইনালে জিতে সংখ্যাটিকে ১৯-তে উন্নীত করেছেন তিনি। এবার ইতিহাস গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ৩৬ বছর বয়সী এই সুইস তারকা।