পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) শরিফা খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিনকে অর্থ বিভাগের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়। শরিফা খান তারই স্থলাভিষিক্ত হলেন।
শরিফা খান জাগো নিউজকে বলেন, এখানে দায়িত্ব দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। আমি দিন-রাত পরিশ্রম করতে পারি। প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন সেই মোতাবেক নিজেকে নিয়োজিত রাখবো। দেশের সম্মান ও প্রয়োজনের নিরিখে যেন কাজ করতে পারি, এই কামনা করছি।
বিসিএস ৯ম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শরিফা খান। ১৯৯১ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন তিনি। এরপর কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কৃষি মন্ত্রণালয়, বিপিএটিসি, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, বিশ্ব বাণিজ্য সংস্থা সেল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com