বরিশাল শহর থেকে ইয়াবাসহ মো. কাজিমুদ্দিন মালিথা ওরফে বাদশা মালিথা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। বুধবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের ২৯নম্বার ওয়ার্ডের দক্ষিণ বাঘিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী ফরাজী।
গ্রেপ্তার মো. কাজিমুদ্দিন মালিথা ওরফে বাদশা মালিথা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মীরেরপাড়া গ্রামের মো. আজুবর ওরফে আজবর মালিথার ছেলে। তবে তিনি বরিশাল শহরের দক্ষিণ বাঘিয়া এলাকার জনৈক মিঠুর বাসার ভাড়াটিয়া ছিলেন।
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ রাতে এক ইমেল বার্তায় জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী ফরাজীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। ওই সময় তার কাছ থেকে ২১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুুলিশ।’