আজ রবিবার সকাল ১০টায় সড়ক ও জনপথ বরিশাল জোনাল অফিসের সামনে দেশের সর্বোচ্চ আদালতের রায় এবং প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়মিত করাসহ ৭ দফা দাবিতে কাজ বন্ধ রেখে মানববন্ধন করেছে বরিশাল সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মচারীরা।
সংগঠনের জেলা শাখার সভাপতি মো. হান্নান তালুকদারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তৈয়বুর রহমান, আব্দুল খালেক, কবির উদ্দিন, মো. আনোয়ার হোসেন এবং জাকিয়া বেগমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, রোদে পুড়ে-বৃষ্টিতে ভিজে তারা সড়ক যোগযোগ এবং ফেরী সার্ভিস সচল রাখেন। তারা তাদের সখ-আহল্লাদ বিসর্জন দিয়ে ঈদ-কোরবানী সহ বিশেষ মৌসুমে সড়কে দায়িত্ব পালন করেন। অথচ সরকার তাদরে বারবার আশ্বাস দিয়েও চাকরি নিয়মিত করছেনা।
এদিকে কাজ বন্ধ রেখে ওয়ার্কচার্জড কর্মচারীরা মানববন্ধন করায় বরিশাল সড়ক বিভাগে আজ অচলাবস্থার সৃস্টি হয়।