বরিশাল নগরীতে বিশ্বের আধুনিক মানের থ্রিডি জেব্রা ক্রোসিং কার্যক্রম উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল সিটি কর্পোরেশন’র মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র উদ্যোগে বাংলাদেশে এই প্রথম বরিশাল নগরীর রাস্তায় বিশ্বের আধুনিক প্রযুক্তির জেব্রা ক্রসিং দেয়া হয়েছে। চারুকলা শিল্পীদের সহযোগিতায় বৃহস্পতিবার (২৩ মে) রাতে জিলা স্কুল মোড় থেকে আধুনিক মেশিনের দ্বারা রাস্তায় ক্রসিং দিয়ে উক্ত কার্যক্রম উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এসময় মেয়র, বলেন নগরীর রাস্তায় এই জেব্রা ক্রসিং দেয়ায় দুর থেকে গাড়ী চালকরা খুব সহজেই তা দেখতে পাবেন। থ্রিডি হওয়ায় ক্রসিং গুলো দূর থেকে উচু মনে হবে। এর কারনে গাড়ী চালকেরা ওই স্থানে তাদের গাড়ীর গতি কমিয়ে দিবে। এতে করে স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও পথচারী সহজেই চলাচল করতে পারবে এবং দূর্ঘটনা থেকে রক্ষা পাবে।

উদ্বোধন হওয়া এই কার্যক্রমের মাধ্যমে বরিশাল মহানগরীতে উন্নয়নের নতুন মাইল ফলক স্থপন হলো। কেননা আধুনিক দ্ধতির এই জেব্রা ক্রোসিং ইতিপূর্বে শুধু বরিশালেই নয়, বরং দেশের অন্য কোন সিটিতে এ ধরনের জেব্রা ক্রোসিং ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।