ট্যাক্স কমাও,নাগরিক সুবিধা বাড়াও’ এ শ্লোগানকে সামনে রেখে বরিশাল জেলা বাসদের আয়োজনে পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিক্ষোভ মিছিল করে তারা।
রোববার বেলা ১১টায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি ও রাস্তা ঘাট সংস্কার সহ ৬ দফা দাবীতে এই কর্মসূচী পালন করে তারা।
বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সদস্য সচিব মনীষা চক্রবর্তী, বাবুল তালুকদার, শহিদুল ইসলাম, মহসীন মীর, জাহাঙ্গির হোসেন দিদার, সুশান্ত সুকুল, সাগর দাস, মোজাম্মেল হক সাগর, নিলীমা জাহান প্রমূখ। সমাবেশের পর বিক্ষোভ মিছিল করে বাসদের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নির্বাচনের কয়েকমাস যেতে না যেতে নগরবাসীর কাছ থেকে অতিরিক্ত কোটি কোটি টাকা ট্যাক্স আদায় করা হলেও সেই ট্যাক্সের টাকা নগর উন্নয়নে কাজে লাগানো হচ্ছে না। এই টাকা কোথায় যায় সাধারণ মানুষ জানতে চায়। দুই একটি থ্রিডি জেব্রা ক্রসিং নিয়ে উন্মাদনার কিছু নেই। কেননা বরিশালের ৯০ শতাংশ সড়কই খারাপ। বরিশালকে সিঙ্গাপুরের মত আধুনিক শহরে তৈরী করার কথা বলে সিটি মেয়র সাধারণ মানুষের সাথে প্রতারণা করেই চলছে।
বরিশাল নগরের শত শত মানুষ গলাকাটা হোল্ডিং ট্যাক্সের মুখে পড়ে হতাশায় দিন পার করছে, কথা বলতে পারছে না শুধু জীবনের ভয়ে।
সমাবেশের পর বিক্ষোভ মিছিল করে বাসদের নেতৃবৃন্দ।
এরপর দাবী বাস্তবায়নে সিটি কর্পোরেশনের মেয়র বরাবর নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের কাছে নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com