নকল সেমাই তৈরি : তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৮ years ago

কোনো ধরনের অনুমোদন ছাড়াই নোংরা স্যাঁতস্যাঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন পদের সেমাই। অসাধু ব্যবসায়ীরা মানবস্বাস্থ্য ঝুঁকির চিন্তা না করেই এসব নকল সেমাই আকর্ষণীয় সব কোম্পানির মোড়কে বিক্রি করছে বাজারে। ঈদকে সামনে রেখে চলছে এ জমজমাট ব্যবসা।

এসব অবৈধ কারখানা ধরতে মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচর বেড়িবাধ এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করে অধিদফতর।

অভিযানের তদারকি করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা। সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ এর সদস্যরা।

আব্দুল জব্বার মণ্ডল বলেন, কামরাঙ্গীচর বেড়িবাধ এলাকায় আজকে অভিযান চালানো হয়। নোংরা, স্যাঁতস্যাঁতে পরিবেশে সেমাই তৈরি করে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করছে হাবিবা ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠান। তাদের কোনো অনুমোদন নেই। প্রতিষ্ঠানটি ডেকো, মদিনাসহ বিভিন্ন নামি-দামি কোম্পানির মোড়কে সেমাই বাজারজাত করছে। এছাড়া ঢাকার কামরাঙ্গীচরে ডিআর বরিশাল, কেমেস্টি বরিশাল নামে অবৈধ সব সেমাই তৈরি হচ্ছে। যার কোনো অনুমোদন নেই। তাই প্রতিষ্ঠানটিকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে বাধ ফুড প্রোডাক্টকে ৫০ হাজার ও মধুমতি বিস্কুটকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ক্যাম্পাসজাতীয়প্রচ্ছদ এ সম্পর্কিত আরও পড়ুন:
লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। গণমাধ্যমকে ফারুকী বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হুমায়ূন সাধু। সেখানেই তার মৃত্যু হয় গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ২০ অক্টোবর হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মাধ্যমে অভিনয়ে পথ চলা শুরু হুমায়ূন সাধুর। অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি।
৬ years ago