চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল খেলা। সেটিকে আরো দীর্ঘায়িত করতে দলে বিগ বাজেটের দল গড়েছেন নাসির আল খেলাইফি। নেইমার এমবাপে কাভানিসহ এক ঝাঁক তারকা সমৃদ্ধ দলটির রয়েছে এবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উজ্জ্বল সম্ভাবনা।
সে লক্ষ্যেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইতে তাদের খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। তাদের সঙ্গে খেলা পড়ায় বেশ খুশি নেইমার।
ইংল্যান্ডের সবচেয়ে সফল দলটি নিজেদের ফুটবল ইতিহাসের ক্রান্তিকাল পার করছে। সদ্যই কোচ হোসে মরিনহোকে বিদায় জানিয়েছে তারা। দলটিও রয়েছে একদম ভঙ্গুর পর্যায়ে। তাই এমন দলের বিপক্ষে শেষ ষোলোর লড়াই হওয়াতে পর্দার আড়ালে খুশি হতেই পারেন নেইমারসহ পুরো পিএসজি।
প্যারিস ইআরকে দেওয়া সাক্ষাৎকারের এক পর্যায়ে নেইমার বলেন, ‘আমি খুব খুশি হয়েছি। দুটি অসাধারণ দলের লড়াই হতে যাচ্ছে এটি। আমরা জানি ম্যানচেস্টার ইউনাইটেড কোয়ালিটি সম্পন্ন দল। তাদের খেলোয়াড়দের রয়েছে জেতার মানসিকতাও।’
তিনি আরও বলেন, ‘এছাড়া সম্প্রতি কোচ পরিবর্তন হয়েছে তাদের এবং এখন তারা ভিন্ন স্টাইলে খেলবে। তারা একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাবে কিন্তু তাদের খেলোয়াড়দের কোয়ালিটি রয়েছে। আমি বড় ম্যাচ খেলতে বেশি পছন্দ করি। এটা আমাকে তৃপ্তি দেয়। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য আসলেই সুখকর একটি ব্যাপার।’
শেষ ষোলোতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠলেও শেষ ম্যাচের আগে নিশ্চিত ছিল পিএসজির পরের রাউন্ডে আসা। এমনকি গ্রুপ পর্ব থেকেও বিদায় নেওয়ার সমীকরণ ছিল তাদের সামনে।
নেইমার সে সম্পর্কে বলেন, ‘হ্যা, আমাদের বিদায় নেওয়ারও সম্ভাবনা ছিল। কিন্তু সৌভাগ্যপ্রসূত আমরা সেটিকে উৎরে এসেছি। আমি শতভাগ ফিট ছিলাম না সেই ম্যাচে এটা সবাই জানে। তবুও ঝুঁকি নিয়ে খেলতে হয়েছে আমার দলকে সাহায্য করার জন্য। আমরা অসাধারণ একটি ম্যাচ খেলেছি বেলগ্রেডে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com