নওগাঁ ও লক্ষ্মীপুরে নতুন ডিসি

:
: ৭ years ago

নওগাঁ ও লক্ষ্মীপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপসচিব মিজানুর রহমান নওগাঁর জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন। এছাড়া মিল্ক ভিটার মহাব্যবস্থাপক অঞ্জন চন্দ্র পালকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

অপরদিকে নওগাঁর ডিসি আমিনুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ও লক্ষ্মীপুরের ডিসি হোমায়রা বেগমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসাবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলি দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সকল উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।