নওগাঁয় জাল নোটসহ আটক ২

লেখক:
প্রকাশ: ৬ years ago

নওগাঁর বদলগাছী থেকে ৮৩ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কোলা পালশা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার দুপুরে ডিবি অফিসে সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন এসব তথ্য জানান।

আটকরা হলেন- বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে হাসান আলী চৌধুরী (৩৮) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সিদ্দিক মন্ডল (৩১)।

নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জালনোট সিন্ডিকেটের সদস্যরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। কিছু জালনোট নওগাঁর বাজারে ছাড়ার পরিকল্পনা করছে- এমন তথ্যর ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা বদলগাছী উপজেলার কোলা পালসা গ্রামের কয়াভবানীপুর-তেতুলিয়া সড়কে অভিযান পরিচালনা করে।

এ সময় সিদ্দিক মন্ডল ও হাসান আলী চৌধুরীকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৮৩টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। জাল নোটগুলোর সবই একই নম্বরের। এ সিন্ডিকেটের অন্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানান পুলিশ সুপার।