নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বা সেবা না দেয়ার অপরাধে রাজধানীর ধানমন্ডি এলাকার পাঁচ রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিষ্ঠানগুলো হলো- গুহা ডি ক্যাফে, ক্যাফেলিকিউয়াস কফি, ক্যাফে ফিফটি, ফ্লেভার মিউজিক ক্যাফে এবং ডিএসএস মেক কফি।
গতকাল রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে মোট তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। আর অভিযান পরিচালনা করেন পরিচালনা করেন সহকারী পরিচালক রজবী নাহার রজনী ও জান্নাতুল ফেরদাউস।