রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকাসহ দুই নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতাররা হলেন- বৃষ্টি ও লাকী আক্তার।
এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৩৯ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের চেইন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু জাগো নিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ধানমন্ডি মডেল থানার ১২নং রোডের একটি বাসায় চারটি স্বর্ণের হার, চার জোড়া স্বর্ণের কানের দুল, ১০টি স্বর্ণের চেইনসহ মোট সাড়ে ৩৩ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি মামলা হয়।
এডিসি বদরুজ্জামান জিল্লু বলেন, মামলাটি ছায়া তদন্ত শুরু করে উত্তরা জোনাল টিম। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে রায়ের বাজার সুলতানগঞ্জ বাইতুল আসাদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, চুরি যাওয়া নগদ এক লাখ টাকার মধ্যে তারা ৯০ হাজার টাকা খরচ করে ফেলেছেন। বাকি ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com