ধাক্কা দিয়েই স্কুলছাত্রীকে পিষে মারল বাস

লেখক:
প্রকাশ: ৭ years ago

রাজধানীর বিমানবন্দর সড়কে একটি বাস পেছন থেকে ধাক্কা দিতেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রী ইসরাত জাহান রিপ্তি। এরপর বাসটি ওই কিশোরীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটরসাইকেল চালক ও কিশোরীর মামা মো. লিটন তখন বাসের সঙ্গে ধাক্কা খেয়ে সেটির দরজায় আটকে যান। ওই অবস্থায় তাকেও টেনেহিঁচড়ে অন্তত ১০০ গজ দূরে নিয়ে যায় বলাকা পরিবহনের বাসটি। এ সময় রিপ্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে লিটনকে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে ছুটির দিনের ফাঁকা রাস্তায় বিমানবন্দর সড়কের শেওড়া এলাকায় ঘটে এ ভয়াবহ মর্মান্তিক ঘটনা। নিহত রিপ্তি ঢাকা সেনানিবাস এলাকার শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা জহির উদ্দিন। কচুক্ষেত এলাকায় প্রাইভেট পড়ে মামার মোটরসাইকেলে করে নিকুঞ্জ-২ আবাসিক এলাকার বাসায় ফিরছিল সে। পুলিশ যাত্রীদের সহায়তায় চালক তাইজুলসহ বাসটি আটক করেছে।  পুলিশ জানায়, কিশোরী রিপ্তিকে নিয়ে মোটরসাইকেলটি বিমানবন্দরের দিকে যাচ্ছিল। শেওড়া বাস স্ট্যান্ড এলাকা পার হতেই বলাকা পরিবহনের একটি বাস পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। রিপ্তির সেখানেই মৃত্যু ঘটে। স্থানীয় লোকজন আহত লিটনকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে পাঠায়। গুরুতর আহত হওয়ায় তাকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী আসিফ ইকবাল। তিনি জানান, বলাকা পরিবহনের বাসটির ধাক্কায় মোটরসাইকেলের পেছন থেকে কিশোরী রিপ্তি ছিটকে পড়ে। বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। তার মাথার অংশ পিষ্ট হয়ে যায়। তিনি আরও জানান, মোটরসাইকেল চালক তরুণের শরীরও বাসের সঙ্গে আটকে যায়। ওই অবস্থাতেই চালক বাসটিকে অন্তত একশ’ গজ টেনে নিয়ে যায়। তবে বাসে থাকা যাত্রীরা চিৎকার করে বাসটি থামায়। পরে বাসের নিচ থেকে মোটরসাইকেল চালককে বের করা হয়।  ঘটনা জানার পর কুর্মিটোলা হাসপাতালে ছুটে আসেন রিপ্তির স্বজনরা। সেখানে তার আরেক মামা মো. রাজু বলেন, ফোনে কেউ একজন তাদের দুর্ঘটনার খবর দেন। এরপর কুর্মিটোলা হাসপাতালে এসে রক্তাক্ত লিটনকে দেখতে পান। পরে জানতে পারেন আদরের ভাগ্নি ঘটনাস্থলেই মারা গেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে রেখেছে।

রাজু জানান, লিটন রিপ্তিকে কচুক্ষেত এলাকায় কোচিংয়ে নিয়ে গিয়েছিল। প্রাইভেট পড়ে সেখান থেকে বাসায় ফিরছিল। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম জানান, ছুটির দিনে অনেকটা ফাঁকা রাস্তায় বাসটি বেপরোয়া গতিতে চলতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটায়। আটক চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহত ইসরাত জাহান রিপ্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।