ধর্ষণের মামলায় জামিন চাওয়া আসামিকে কারাগারে পাঠালেন হাইকোর্ট

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ধর্ষণ মামলায় আগাম জামিন নিতে আসা চট্টগ্রামের হালিশহরের আসামি মো. ওমর সানিকে (২৯) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

 

সোমবার (১০ মার্চ) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, আদালত আসামিকে জামিন না দিয়ে কোর্টে কর্তব্যরত পুলিশ সদস্যকে আটকের নির্দেশ দেন। বর্তমানে আসামি সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ ডিএমপি ঢাকার পুলিশ হেফাজতে রয়েছেন। শাহবাগ থানায় খবর দেওয়া হয়েছে এবং বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।