দায়িত্ব গ্রহণ করেছেন নতুন ধর্ম সচিব মো. নুরুল ইসলাম। রোববার (৫ জানুয়ারি) তিনি দায়িত্ব নেন বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ৩০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে নুরুল ইসলামকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে ধর্ম মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
নুরুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পুলিশ), গাজীপুরের জেলা প্রশাসক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর একান্ত সচিব, আবাসন পরিদফতরের অতিরিক্ত পরিচালক, রাঙ্গামাটি জেলার নানীয়ারচর উপজেলা এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯১ সালের ২৬ জানুয়ারি বিসিএস-প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।
মো. নুরুল ইসলাম দিনাজপুর জেলার বিরল উপজেলার ধুকুরঝাড়ি হাইস্কুল থেকে মাধ্যমিক, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় হতে উদ্যানতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।