ধরিত্রী সম্মাননা পাচ্ছেন ববি উপাচার্য ড. এস এম ইমামুল হক

:
: ৬ years ago

ধরিত্রী বাংলাদেশ ২০১৮ জাতীয় সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক। প্রকৃতি ও পরিবেশ আন্দোলনের পথিকৃৎ হিসেবে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ সম্মাননায় ভূষিত হচ্ছেন তিনি।

এর আগে শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ড. এস এম ইমামুল হক পেয়েছেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস গোল্ড মেডেল, বাংলাদেশ ইউজিসি অ্যাওয়ার্ড ২০০৭, বঙ্গবন্ধু কৃষি পদক ২০০৮, বঙ্গবন্ধু স্বাধীনতা পদক ২০০৯, সয়েল সায়েন্টিস্ট অব দ্য ইয়ার ২০১০-সহ বেশ কিছু পুরস্কার।

২৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে তাঁর হাতে ধারিত্রী সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. অজয় রায়, অধ্যাপক মাহফুজা খানম, অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, সংস্কৃতিজন সৈয়দ হাসান ইমাম, আলী যাকের, গণমাধ্যম ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান, আবেদ খান, বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের কিউরেটর এন আই খান প্রমুখ।

দীর্ঘদিন ধরে পরিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করছেন অধ্যাপক ড. এস এম ইমামুল হক। মাটি থেকে পানির মাধ্যমে খাদ্যচক্রে আর্সেনিকের সংক্রমণ এবং প্রকোপ নিয়ে তাঁর গবেষণা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ও এই গবেষণার স্বীকৃতি দিয়েছে। তাঁর ৩১৫টিরও বেশি গবেষণামূলক প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ড. এস এম ইমামুল হক। ১৯৭৩ সালে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৮০ সালে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে অ্যাগ্রিকালচারাল সয়েল অ্যান্ড ওয়াটার ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি, ফ্রান্সের ন্যান্সি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন পোস্ট ডক্টরাল ফেলোশিপ।