আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, জনবিচ্ছিন্ন সরকার জনগণের সাথে দ্রব্যমূল্য নিয়ে তামাশায় লিপ্ত হয়েছে।
শুক্রবার বিকেলে নোয়াখালী পৌর ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন জেলা শাখার উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মাও. নজির আহাম্মদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় নেতা নেছার উদ্দিন, শেখ সাইফুল ইসলাম, মাহমুদুর রহমান, মাও. শহীদুল ইসলাম প্রমুখ।