ব্লকবাস্টার হিট ছবি ‘পোড়ামন’খ্যাত জুটি সাইমন-মাহি। দ্বিতীয়বারে মতো তারা জুটি হয়ে আসছেন ‘জান্নাত’ নামের ছবিতে। এ ছবিটি নিয়ে সিনেপাড়ায় অনেক আগ্রহ নির্মাণের সময় থেকেই লক্ষ্য করা গেছে। ২০১৭ সালে ছবিটি বক্সঅফিসে মুক্তি পাওয়ার উদ্দেশ্যেই ছবিটি নির্মাণ শুরু হয়েছিল।
কিন্তু বিভিন্ন কারণে ছবিটি ২০১৭ সালে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তবে আশার বিষয় হল ২০১৮ সালের মাঝামাঝি ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
এর আগেই মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিটি পোস্টার দিয়ে আলোচনায় রয়েছে। সম্প্রতি প্রকাশ হয়েছিলো সবুজ ওড়না পড়ে চোখ ভরা টল টল অশ্রুতে মাহি আর দাড়ি-টুপিতে নির্বাক দৃষ্টি নিয়ে সাইমন তাকিয়ে আছেন। পাত্র-পাত্রীর ব্যতিক্রমী উপস্থাপনায় তুমুল সাড়া ফেলেছিলো পোস্টারটি।
সেই ধারাবাহিকতা নিয়ে আজ বৃহস্পতিবার প্রকাশ হলো ছবিটির দ্বিতীয় পোস্টার। এখানে সাইমন-মাহির পাশাপাশি দেখাে মিলেছে আলীরাজ ও মিশা সওদাগরেরও। আলীরাজকে দেখা গেছে মৌলভীর বেশে, মিশা রয়েছেন গেরুয়া রঙের পাগরীতে। তবে সবাইকে ছাড়িয়ে চোখ যায় ছবির নায়ক সাইমন আর নায়িকা মাহির দিকেই।
এই পোস্টারেও মাহি সংযত, রক্ষণশীল যুবতী হিসেবে ধরা দিলেন, সাদা হিজাবের আড়ালে। সাইমন মাথায় পাগরী নিয়ে তাকিয়ে আছেন বিষন্ন দৃষ্টিতে। অন্যদিকে সাইমনকে দেখা যাচ্ছে ব্রিজ থেকে লাফিয়ে পড়ছেন কোনো নদীতে। ব্রিজের উপরে সারি সারি পুলিশ তার দিকে বন্ধুক তাক করে আছেন। এই দৃশ্যের বিস্তারিত জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এটি এখনই বলতে চাই না। দর্শক হলে এসেই জানবেন। ছবিটির গল্প অনেক চমক নিয়ে অপেক্ষা করছে ঢাকাই সিনেমার দর্শকদের জন্য।’ নায়ক সাইমনকে কী এখানে সন্ত্রাস বা জঙ্গি চরিত্রে দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরেও মুখ খুলেননি নির্মাতা। তিনি বললেন, ‘সাইমনের চরিত্রটিও চমকে ভরপুর।’
পোস্টারটি নিয়ে চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘এই ছবির শুটিং শুরু হবার পর থেকেই অনেক আলোচনা হচ্ছে। স্বাভাবিকভাবেই ‘জান্নাত’ নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। দ্বিতীয় পোস্টারটি দেখলাম, খুব ভালো লেগেছে। ভাবনার মৌলিকত্ব এবং সৃজনশীলতা আছে।’
মাহি জানালেন, ‘আমার কাছে ‘জান্নাত’ একটি ভালোবাসার নাম। অনেক যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। আশা করি ছবিটি সবার ভালোবাসা পাবে।’
সুদীপ্ত সাঈদের গল্পে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন আসাদ জামান। ছবিটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ। এতে রয়েছে বেশ কিছু শ্রুতিমধুর গান।