দ্বিতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা

:
: ২ মাস আগে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরইমধ্যে বেশ কয়েকটি উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে জয়ী হয়েছেন:

 

রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দীন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৩৬২ ভোট। রাজস্থলী উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উবাচ মারমা। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৫ ভোট।

রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা উপজেলায় নির্বাচনে পুঠিয়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ মোল্লা, বাগমারায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু ও দুর্গাপুরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।

 

কক্সবাজার চকরিয়া উপজেলা নির্বাচনে ফজলুল করিম সাঈদী বিজয়ী হয়েছেন। দোয়াত কলম’প্রতীকে সাঈদী ভোট পেয়েছেন ৫৬ হাজার ১২২। পেকুয়া উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু। তিনি ‘ঘোড়া’ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২৯৩ ভোট।নবগঠিত ঈদগাঁও উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব ‘টেলিফোন’ প্রতীকে ১৬ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শরীয়তপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে ‘ঘোড়া’ প্রতীকে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান (উজ্জ্বল) আখন্দক।জাজিরা উপজেলায় ‘মোটরসাইকেল’ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন।

 

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল হাই বাবলু। তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৭৬৩টি ভোট।  বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রথমবারের মতো আনারস প্রতীক নিয়ে হামিদ লতিফ ভূঁইয়া ৮৯ হাজার ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় কাজী শাহ জামান বাবুল এবং সালথা উপজেলায় মো. ওয়াদুদ মাতুব্বর বেসরকারিভাবে
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঝালকাঠি সদর উপজেলায় আনারস প্রতীক নিয়ে খান আরিফুর রহমান এবং নলছিটি উপজেলায় সালাহউদ্দিন খান সেলিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাইদুর রহমান স্বপন, আখাউড়া উপজেলায় মনির হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

[ প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক, জেলা প্রতিনিধি ও সংবাদদাতারা ]