ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশে এখন ১০ লাখ ৬৯ হাজার ২৬৪ জন ভূমিহীন এবং ২ লাখ ৮০ হাজার ৬৩৪ জন গৃহহীন মানুষ রয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনে নিজাম উদ্দিন হাজারীর (ফেনী-২) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। হাবিবুর রহমানের (বগুড়া-৫ ) অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারাদেশের ভূমি অফিসসমূহে সাধারণ জনগণের সেবা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন হয়রানি ও কর্মচারীদের দুর্নীতিরোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
দেশে গৃহহীনের সংখ্যা ২ লাখ ৮০ হাজার:
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জানান, বর্তমানে দেশে ভূমিহীনের সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ২৬৪ জন এবং গৃহহীনের সংখ্যা ২ লাখ ৮০ হাজার ৬৩৪ জন। তিনি আরো জানান, বর্তমানে দেশে মোট খাস জমির পরিমাণ ৪১ লাখ ২১ হাজার ৭৭৫ দশমিক ২০ একর। এর মধ্যে কৃষি খাস জমি ২০ লাখ ৫১ হাজার ৬৫ একর।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com