মরক্কোর কাছে হেরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। শেষ বিশ্বকাপটা চোখের জলে ভাসালেন ক্রিস্টিয়ানো রোনালদো। একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করা সিআরসেভেন এই আসর ভুলে যেতে চাইবেন নিশ্চয়।
বিশ্বকাপ শেষে দল দেশে ফেরার বিমান ধরলেও রোনালদো কাতারেই থাকছেন। ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে রোনালদোসহ স্কোয়াডের ১০জন এখনও কাতার অবস্থান করছেন। বাকি ১৪ জন লিসবনের বিমান ধরেছেন। দুজন এর আগেই ইনজুরির কারণে ছিটকে দেশে চলে যান।
এবারের বিশ্বকাপে ৫টি ম্যাচে প্রায় অর্ধেক সময় রোনালদো কাটিয়েছেন বেঞ্চে। এই নিয়ে জলঘোলা হয়েছে অনেক। কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে রোনালদোর বিবাদ হচ্ছে এমন সংবাদ ছড়িয়ে পড়েছিল। তাকে বেঞ্চেই কাটাতে হয়েছে শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনালে৷ দুটি ম্যাচেই নেমেছেন দ্বিতীয়ার্ধে, পাননি কোনও গোলের দেখা।
৫ ম্যাচে রোনালদো গোল করেছেন ১টি। প্রথম ম্যাচে পেনাল্টি থেকে দেওয়া গোলে একমাত্র ফুটবলার হিসেবে ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড গড়েন। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তার জন্য আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গড়া ১৯৬তম ম্যাচ ছিল কোয়ার্টার ফাইনালে, আর মরক্কোর বিপক্ষে এই ম্যাচই রোনালদোর শেষ মনে করছেন অনেকে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com