অভিনয়ের বাইরে অভিনেত্রী সুজানা জাফরের আরেকটি জগৎ আছে। যেখানে নেই ক্যামেরার ঝলকানি কিংবা লাইট। আছে শুধু মানবতা। মানবতার ডাকেই তিনি সমাজের দুস্থদের পাশে দাঁড়ান। কাজ করেন অটিস্টিক শিশু ও এতিম বাচ্চাদের নিয়ে।
গতকাল (শুক্রবার) সকালে সুজানা হাজির হয়েছিলেন তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে এতিম শিশুদের সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটিয়েছেন। তাদের কাছ থেকে শুনেছেন মজার মজার গল্প। তাদের শিখিয়েছেন অনেক কিছু। সুজানা জাগো নিউজকে বলেন, ‘ঈদের পরই ইউরোপ সফরে দেশের বাইরে যাই। এরপর দেশে ফিরেছি গত সপ্তাহে। সময় পেয়ে গতকাল ছুটে গিয়েছিলাম এতিম বাচ্চাদের কাছে। অনেক দিন পর দেশে ফিরলাম। একটু সময় পেয়েই সবার সঙ্গে দেখা করতে চলে এলাম। অনেকদিন পর আবার তাদের সঙ্গে আড্ডা দিতে পেরে ভালো লাগছে। ওরা আমাকে খুব ভালোবাসে। আমিও মিস করি তাদের।’
তিনি বলেন, ‘গত ঈদের সময় আমি এসব এতিম শিশু এবং ঢাকার অটিস্টিক মানুষদের জন্য কোরবানি দিয়েছিলাম। কোরবানির মাংস ওদের মাঝে দিয়েছি। রান্না করে খেয়েছি ওদের সঙ্গে বসে। সময় পেলেই ওদের কাছে ছুটে আসি। ভালো লাগে।’
ঈদের পর সুজানা ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ডে টানা এক মাস ঘুরে বেরিয়েছেন। দেশে ফিরেই গেল সপ্তাহে চারদিন ‘লাইফ ইন অ্যা মেট্রো’ নামের একটি ধারাবাহিক নাটকে শুটিং করেছেন। আগামী মাসে বেশ কিছু নতুন কাজ করবেন বলে জানান।