#

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তার শারীরিক অবস্থা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরার পরিবারের বরাত দিয়ে ডা. আলমগীর জানান, ডা. সেব্রিনা ফ্লোরা অনেকটা সুস্থ হলেও শারীরীকভাবে এখনো দুর্বল। চিকিৎসকের পরামর্শে তাকে আরও বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে। তিনি এখন বাসায় আছেন। আপাতত পরিবারের লোকজন ছাড়া বাইরের কারো সঙ্গে দেখা বা ফোনে কথা বলছেন না।

 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, ডা. ফ্লোরার শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো।

গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরেন। প্রসঙ্গত, অসুস্থ হয়ে গত বছরের জুলাইয়ে ডা. সেব্রিনা ফ্লোরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ক্রমে তার শারীরিক অবস্থার অবনতি হলে আগস্টের শুরুর দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তিনি দীর্ঘ প্রায় ৫ মাস সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন