ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশ সহ বিশ্বের দেশে দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তারতের মুসলমানদের নিশ্চিহ্ন করতে মোদী সরকার গভীর ষড়যন্ত্রে মেমে উঠেছে। তিনি নির্যাতিত মুসলমানদের পাশে দাড়াতে মুসলিম উম্মাহর প্রতি আহবান জানান।
আজ ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় চরমোনাই বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে মাহফিল মঞ্চে অনুষ্ঠিত ওলামা-মাশায়েখ ও সূধী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সম্মেলনে বক্তব্য রাখেন মালয়েশিয়া শরীয়াহ বোর্ডের সাবেক প্রধান মুফতী ও মালয় প্রধানমন্ত্রীর সচিব শায়খ দাতু ওমাম জাহিদী বিন ওয়াসতেহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপ্যাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ,
শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতী মিযানুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মাইমুল আহসান খান, ড. আফম খালিদ হোসাইন, ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান পীর সাহেব বাহাদুরপুর, মাওলানা সোহরাব আলী খান কাসেমী [ভারত], গাজী আতাউর রহমান, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, মোকামিয়ার পীর মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, উজানীর পীর মাওলানা এহতেরামুল হক, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জামিয়া শরইয়্যা মালিবাগের সাবেক ভাইস প্রিন্সিপ্যাল আল্লামা আনোয়ার শাহ, জামিয়া কারীমিয়ার নির্বাহী মুহতামীম মাওলানা মকবুল হোসাইন,
যাত্রাবাড়ী মাদরাসার প্রধান মুফতী মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আসাদুল্লাহ আল গালিব [সৌদিআরব], মাওলানা আব্দুর রহমান [আমেরিকা], শায়খুল হাদীস মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতী হাবিবুর রহমান মিছবাহ, মুফতী ওয়ালীউল্লাহ, শায়খুল হাদীস আব্দুল আখির, মাওলানা খাজা আহমাদুল্লাহ, প্রিন্সিপ্যাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমূখ।
ঊক্তাগণ বলেন, মুসলমানদের রক্তে রঞ্জিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদেশে এনে মুজিব শতবর্ষ পালনকে প্রশ্নবিদ্ধ না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। তারা বলেন, মোদীকে ছাড়া কাউকে আনলে এদেশের ধর্মপ্রাণ জনতার কোনো আপত্তি নেই।
ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদগণ তাদের বক্তব্যে বলেন, মোদী শুধু সন্ত্রাসী নয়, সে সন্ত্রাসীদের গডফাদার ও মানবতার দুশমন। সন্ত্রাসীদের উসকে দিয়ে পুরো ভারতজুড়ে অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছে মোদী। কাজেই মোদীকে বাংলাদেশের মুসলমানরা বরদাশত করবেনা। তারা বলেন, ওলামায়ে কেরাম হক্ব ও হক্কানিয়াতের মূর্ত প্রতীক পীর সাহেব চরমোনাইয়ের মিশন বাস্তবায়নে সর্বাত্মক সহযোগীতার জন্য বদ্ধপরিকর।
আগামীকাল বেলা ১১টায় স্টেইজে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে সারাদেশ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে ছাত্র-গণজমায়েত অনুষ্ঠিত হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com