দেশের মানুষের গড় আয়ু কমেছে পাঁচ মাস। এতে বর্তমান গড় আয়ু নেমে এসেছে ৭২ দশমিক ৩ বছরে। এর আগে যা ছিল ৭২ দশমিক ৮ বছর। এই প্রথমবার বাংলাদেশে মানুষের গড় আয়ু কমলো।
সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এতথ্য প্রকাশ করে। এদিন স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১–এর ফল প্রকাশ করা হয়।
স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকসের তথ্যে দেখা যায়, দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। এছাড়া পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৬ বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।
জরিপে আরও দেখা গেছে, দেশে প্রতিবছর জনসংখ্যা বাড়ার হার ১ দশমিক ৩৭ শতাংশ, যা আগের মতই আছে।
জরিপের ফল উপস্থাপন করে প্রকল্প পরিচালক আলমগীর হোসেন বলেন, গড় আয়ু কমার চিত্রটি অত্যন্ত নগণ্য। কোভিডের (করোনা মহামারি) কারণে কমতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com