দেশের গণতন্ত্র আজ আওয়ামী লীগের কাছে নিরাপদ নয় : মজিবুর রহমান সরোয়ার

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

শামীম আহমেদ ॥ বরিশাল মহানগর বিএনপি সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবুর রহমান সরোয়ার বলেছেন, আওয়ামী লীগ একটি মারপিটের দল যা তাদের ইতিহাসে পরিচিত রয়েছে। আজকের প্রধানমন্ত্রীয় রাষ্ট্রের বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় করন করে সবকিছু ধ্বংশ করে দিয়েছে। আজ দেশের গণতন্ত্র আওয়ামী লীগের কাছে নিরাপদ নয়।

আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বিক নিরাপত্তার জন্য গঠন করা এলিট ফোর্স র‌্যাবকে অপব্যাবহার করে তাদের ভাবমূর্তি বিশ্বের কাছে ক্ষুন্ন করেছে।

সরোয়ার আরো বলেন,সরকার গ্রাম-গঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারন গ্রামবাশি আনন্দমূখর পরিবেশে তাদের পচন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সরকার আজ সেখানে নৌকা ঢুকিয়ে দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা বিলিন করে দিয়েছে।

তিনি আরো বলেন সরকার উন্নয়নের কথা বলে আজকের এই উন্নয়নের ধারাবাহিকতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ-বিদেশে বাংলাদেশকে পরিচিত করে উন্নয়নের পথ তৈরী করে গেছে।

সরোয়ার এসময় আরো বলেন বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না। বিএনপি আজ দেশের মানুষের মৌলিক গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে।

তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট অবৈধ ভোটার বিহিন সরকারকে হটিয়ে প্রতিটি মানুষের নিজস্ব ভোটের অধিকার আদায় করার জন্য এগিয়ে আসার আহবান জানান।

বৃহস্পতিবার রাতে নগরীর পশ্চিম কাউনিয়া সৈয়দ মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আহসান কবীর হাসান,সাবেক সহ-সভাপতি ফিরোজ আহমেদ,সাবেক সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু,সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সাবেক সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন,কেন্দ্রীয় শ্রমিকদল সহ-সাধারন সম্পাদক এমজি ফারুক,সাবেক ভিপি রফিকুল ইসলাম শাহিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা পর্ব শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা সহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশবাশির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।