দেশের কোলে গোলাম সারওয়ারের মরদেহ

:
: ৬ years ago

অনন্ত যাত্রার পথে বাংলাদেশের কোলে ফিরেছেন কিংবদন্তি সাংবাদিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। স্বজন ও সহকর্মীরা মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ করেন তার নিথর দেহ। বুধবার তাকে নেওয়া হবে তার জন্মস্থান সন্ধ্যা নদী তীরের গ্রাম বানারীপাড়ায়। শোকার্ত সহকর্মী, সহযোদ্ধা, সুহৃদ ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বৃহস্পতিবার তিনি শেষ শয্যা নেবেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।

সবাই আশাবাদী ছিলেন, মৃত্যুকে আরেকবার পরাজিত করে সুস্থ শরীরে সিঙ্গাপুর থেকে ফিরে আসবেন আজীবন সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করা সাংবাদিকতার বাতিঘর গোলাম সারওয়ার। ফিরে আসবেন তার প্রিয় সমকালে, তুলে নেবেন কলম। কিন্তু সবার দোয়া, শুভকামনা ও চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে সোমবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে মহাসিন্ধুর ওপারে পাড়ি জমান মুক্তিসংগ্রামী গোলাম সারওয়ার।

নিউমোনিয়া ও ফুসফুসের সংক্রমণ ঘটার পর গত ২৯ জুলাই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার। অবস্থার অবনতি হলে ৭৫ বছর বয়সী এই সাংবাদিককে গত ৩ আগস্ট নেওয়া হয় সিঙ্গাপুরে।

সেখান থেকে মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে শেষবারের মতো দেশে ফেরেন সমকাল সম্পাদক। বিমানবন্দরে শোকার্ত সহকর্মী-স্বজনরা তার মরদেহবাহী কফিন গ্রহণ করেন। ৫৭ বছরের সুদীর্ঘ সাংবাদিকতায় বিপুল অর্জন, পরিণত বয়সে প্রয়াণ- তবু তার চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না সহকর্মীরা। অভিভাবকের ছায়া মাথার ওপর থেকে সরে যাওয়ার ব্যথা কাঁদায় সবাইকে।

প্রিয় সম্পাদকের মরদেহ গ্রহণ করেন সমকালের প্রকাশক এ. কে. আজাদ। সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দিন, উপসম্পাদক অজয় দাশ গুপ্ত ও আবু সাঈদ খান, নগর সম্পাদক শাহেদ চৌধুরী, প্রধান প্রতিবেদক লোটন একরাম, ফিচার সম্পাদক মাহবুব আজীজ, বার্তা সম্পাদক (অনলাইন)  গৌতম বি. মণ্ডল, সহকারী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, যুগ্ম বার্তা সম্পাদক রমা প্রসাদ বাবু, জিএম (সার্কুলেশন) মো. হারুনুর রশিদসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা প্রিয় সম্পাদকের মরদেহ নিয়ে যান তার উত্তরার বাসভবনে। এ সময় পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুর থেকে গোলাম সারওয়ারের মরদেহের সঙ্গে একই বিমানে দেশে ফেরেন স্ত্রী সালেহা সারওয়ার, কন্যা সুষমা নাইম রত্না, জামাতা মিয়া নাইম হাবিব, পুত্র গোলাম শাহরিয়ার রঞ্জন ও গোলাম সাব্বির অঞ্জন।

বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় গোলাম সারওয়ারের বাসায়। ১৯৭৭ সাল থেকে উত্তরায় বসবাস গোলাম সারওয়ারের। উত্তরা মডেল হাই স্কুল ও কলেজের সভাপতি ছিলেন তিনি। উত্তরায় নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। প্রতিবেশীরাও তাকে শেষবারের মতো দেখতে আসেন। শোকার্ত মানুষের হাহাকারে ভাঙে মধ্যরাতের নীরবতা।

বাসভবন থেকে সমকাল সম্পাদকের মরদেহ নেওয়া হয় বারডেমের হিমঘরে। সেখান থেকে বুধবার দুপুর দেড়টায় হেলিকপ্টারে করে তার মরদেহ নেওয়া হবে বরিশালের বানারীপাড়ায়। বড় সন্তান গোলাম সারওয়ারকে আদর করে তার মা ডাকতেন দুলাল বলে। গ্রামের মানুষের কাছে তিনি প্রিয় দুলাল হয়েই আছেন।

বুধবার দুপুর আড়াইটায় বানারীপাড়া সরকারি মডেল ইনস্টিটিউশন মাঠে গোলাম সারওয়ারের প্রথম জানাজা হবে। একাত্তরের রণাঙ্গনের যোদ্ধা গোলাম সারওয়ার মুক্তিযুদ্ধের পর কয়েক মাস এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন। জানাজা শেষে তাকে আবারও ঢাকায় আনা হবে। বুধবার রাতেও মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে।

বৃহস্পতিবার সকাল ৯টায় গোলাম সারওয়ারের মরদেহ নিয়ে আসা হবে তার প্রিয় কর্মস্থল সমকাল কার্যালয়ে। এখানে সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে পার্শ্ববর্তী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সমকাল সম্পাদকের মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধার জন্য রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

শ্রদ্ধা জানানোর পর সেখান থেকে দেশবরেণ্য এই সাংবাদিকের মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। দীর্ঘ কর্মময় জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন তার এই প্রিয় প্রতিষ্ঠানে। সংবাদকর্মীরা সেখানে গোলাম সারওয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।


বিভিন্ন মহলের শোক : বরেণ্য সাংবাদিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ও দুঃখ প্রকাশ অব্যাহত রয়েছে। মঙ্গলবার পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, ভূমি সচিব আবদুল জলিল, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়, পুলিশের ডিআইজি ড. খন্দকার মহিত উদ্দিন, কমিউনিটি পুলিশিংয়ের এআইজি সহেলী ফেরদৌস, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোস্তফা, অপরাংশের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, মহাসচিব আবদুল হাই মণ্ডল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন উর রশীদ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা স্টেট কলেজ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি এম হাফিজউদ্দিন খান, সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল, সাধারণ সম্পাদক মতিন আবদুল্লাহ, ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক হাসান জাবেদ, ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক সমিতির সভাপতি জি এম ফয়সাল আলম, সাধারণ সম্পাদক রাশেদুল হক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, কুয়েত এয়ারওয়েজ বাংলাদেশ কর্তৃপক্ষ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার, রবি আজিয়াটা লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রুহুল আমিন, লেবার পার্টি ছাত্র মিশনের সভাপতি সালমান খান বাদশা, সাধারণ সম্পাদক সৈয়দ মো. মিলন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল হান্নান, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল আহমদ জেহাদী, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট কল্যাণ অ্যাসোসিয়েশন, শিক্ষার মান সংরক্ষণ ও নকল প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মিয়া আবদুল্লাহ ওয়াজেদ, বরিশাল বিভাগ সমিতির সভাপতি গোলাম মর্তুজা, সাধারণ সম্পাদক জিয়াউল কবির দুলু, অনলাইন প্রেস ইউনিটির চেয়ারম্যান প্রত্যয় জসীম, মহাসচিব নান্টু লাল দাস, বুক সেন্টার ময়মনসিংহের পরিচালক মাজহারুল ইসলাম পান্না, নিউ চাঁদনী পরিবহনের প্রোপাইটার আবদুস সালাম, পদ্মা পরিবহনের পরিচালক রুবেল সেপাই প্রমুখ।

শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র এম মনজুর আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চট্টগ্রাম হকার্স সমিতি, সীতাকুণ্ড প্রেস ক্লাব, সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমদ, সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রেস ক্লাব সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, সিলেট প্রেস ক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট ফোরাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশেন সিলেট শাখা, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, সুহৃদ সমাবেশ সিলেট জেলা শাখা, গোয়াইনঘাট প্রেস ক্লাব, রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, রাবি সাংবাদিক সমিতি, রাবি রিপোর্টার্স ইউনিটি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল-২ আসনের এমপি তালুকদার মো. ইউনুস, সদর আসনের এমপি জেবুন্নেসা আফরোজ, বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম ইমামুল হক, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, জেলা সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়ন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা শাখা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, সোনারগাঁ প্রেস ক্লাব, বরগুনা-১ আসনের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমন, সংসদীয় মহিলা আসন ৩১৩-এ (ঝালকাঠি, বরগুনা) এমপি নাসিমা ফেরদৌসী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, চাঁদপুর-৩ আসনের এমপি ডা. দীপু মনি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপি নেতৃবৃন্দ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি, বরগুনা প্রেস ক্লাব, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা প্রিন্ট মিডিয়া ফোরাম, জেলা মফস্বল সাংবাদিক ফোরাম, পাথরঘাটা প্রেস ক্লাব, উপজেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম, নেত্রকোনা মদন প্রেস ক্লাব, কেন্দুয়া প্রেস ক্লাব, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, শৈলকূপা প্রেস ক্লাব, কালীগঞ্জ প্রেস ক্লাব, ময়মনসিংহ-৬ আসনের এমপি আলহাজ মোসলেম উদ্দিন অ্যাডভোকেট, ঝালকাঠি-১ আসনের এমপি বজলুল হক হারুন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির, স্টামফোর্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, ঝালকাঠি সংবাদপত্র পরিষদ, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি শাখা, জেলা বিএমএসএফ, ঝালকাঠি হকার্স সমিতি, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের এমপি হাফিজুর রহমান, জেলা প্রেস ক্লাব, কালিয়া প্রেস ক্লাব, সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি ফয়জুর রহমান বাদল, জেলা প্রেস ক্লাব, নবীনগর প্রেস ক্লাব, সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাব, সিলেটের কানাইঘাট প্রেস ক্লাব, মৌলভীবাজার-৪ আসনের এমপি ড. মো. আবদুশ শহীদ, কমলগঞ্জ প্রেস ক্লাব, কমলগঞ্জ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ সুহৃদ সমাবেশ, বড়লেখা প্রেস ক্লাব, সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আমজাদ হোসেন মিলন, তাড়াশ প্রেস ক্লাব, উল্লাপাড়া প্রেস ক্লাব, ফরিদপুর প্রেস ক্লাব, সুহৃদ সমাবেশ ফরিদপুর শাখা, ফরিদপুর রিপোর্টার্স ইউনিটি, জেলা সংবাদপত্র হকার সমিতি, সদরপুর প্রেস ক্লাব, বোয়ালমারী প্রেস ক্লাব, বোয়ালমারী সুহৃদ সমাবেশ, রুরাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বোয়ালমারী, পিরোজপুর প্রেস ক্লাব, ইন্দুরকানী প্রেস ক্লাব, জেলা রিপোর্টার্স ক্লাব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর শাখা, বগুড়া জেলা নাগরিক কমিটি, আদমদীঘি প্রেস ক্লাব, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতি, নীলফামারীর ডোমার প্রেস ক্লাব, সুহৃদ সমাবেশ গাইবান্ধা, জামালপুর প্রেস ক্লাব, সুহৃদ সমাবেশ জামালপুর প্রমুখ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠন।