দেশি মাছ-মুরগির ফ্রাই দিয়ে দুপুরের খাবার খেলেন মাওলানা সাদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বাংলাদেশে আসা তাবলিগ জামাতের দিল্লির আমির মাওলানা সাদ কান্ধলভী বর্তমানে কাকরাইল জামে মসজিদে অবস্থান করছেন। বৃহস্পতিবার দুপুরে খাদেমদের আতিথেয়তা নিয়েছেন তিনি। খেয়েছেন দেশি মাছ ও মুরগির জাল ফ্রাই দিয়ে দুপুরের খাবার।

কাকরাইল মসজিদে মাওলানা সাদের খাবার পরিবেশনের দায়িত্বে থাকা এক খাদেম নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান।

তিনি বলেন, মাওলানা সাদ যথাসময়ে দুপুরের খাবার খেয়েছেন। সাদা ভাতের সঙ্গে দেশি মাছ ও মুরগির ফ্রাই দিয়ে খাবার গ্রহণ করেছেন। এর আগে যখন তিনি বাংলাদেশে এসেছিলেন তখন জাতীয় মাছ ইলিশ খেয়েছিলেন।

তিনি বলেন, হুজুর (মাওলানা সাদ) যদি ইজতেমায় দোয়া-মোনাজাত না করেন তাহলে বাংলাদেশে রহমত নাজিল হবে না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊধ্র্বতন কর্মকর্তার কাছে উর্দু ভাষায় হুজুর তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ক্ষমা চেয়েছেন। কিন্তু মিডিয়ায় এসব খবর আসছে না। মিডিয়া উল্টা-পাল্টা সংবাদ প্রচার করছে।

মাওলানা সাদ সম্পর্কে আরো জানতে চাইলে তিনি বলেন, এটা অনেক উপর মহলের ব্যাপার। সব বলা যাবে না। তবে হুজুর ভালো আছেন।