প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০১৮, ৯:১৫ অপরাহ্ণ
বরিশালে উৎপাদিত “দেশি” ব্রান্ডের পরিচিতি ও কৃষিপন্য মুগডালের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ॥ গুনগতমান ও নিরাপদ এবং তাজা পন্য সরবরাহ নিশ্চিত করতে যাত্রা শুরু করেছে প্রান্তজন’র “দেশি” ব্রান্ড। দেশের সাধারন মানুষের মাঝে উন্নতমানের কৃষিপন্য সরবরাহ করে একটি কার্যকরী ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করাই প্রান্তজন এগ্রো এন্টারপ্রাইজের মূল লক্ষ্য।
তারই ধারাবাহিকতায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরিশালে স্থানীয় ভাবে উৎপাদিত প্রান্তজন’র “দেশি” ব্রান্ডের পরিচিতি ও কৃষিপন্য মুগডালের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে নগরীর সাউথ কিং রেস্তোরায় প্রান্তজন এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এবং ইউএসআইডির এগ্রিকালচারাল ভ্যালু চেইনস প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠিত ব্রান্ড পরিচিতি ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কর্মাস ইন্ড্রাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।
প্রান্তজনের নির্বাহী পরিচালক এস এম শাহাজাদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যজন সৈয়দ দুলাল, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, বরিশাল মেট্রোপলিটান প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক স্বপন খন্দকার, প্রথম সকাল পত্রিকার সম্পাদক কাজী আল মামুন, ক্যাবের জেলা সাধারন সম্পাদক রনজিৎ দত্ত প্রমুখ।
“দেশি” ব্রান্ডের পরিচিতি ও কৃষিপন্য মুগডালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বাজার ব্যবস্থায় দেশি ব্রান্ড উন্নতমানের কৃষিপন্য সরবরাহ করে দেশের মানুষের চাহিদা পূরন করবে। তাছাড়া এই ব্রান্ডটি বরিশাল অঞ্চলের প্রান্তিক পর্যায়ের কৃষকদের উৎপাদিত ফসলই বাজারজাত করবে। এর ফলে এখানকার কৃষকরা তারা তাদের ন্যায্য মূল্যে পাবে। পাশাপাশি সাধারন জনগন ভেজালমুক্ত টাটকা পন্যে পাবে। এসময় বক্তারা আরো বলেন, আমরা আশাবাদী এই দেশি ব্রান্ডের পন্যগুলো সাধারন মানুষের মাঝে ব্যাপক প্রভাব সৃষ্টি করবে। তারা আনন্দ চিত্তে এই প্রতিষ্ঠানের পন্য গুলো গ্রহন করবে। আমন্ত্রিত অতিথিরা সকল্ইে এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন।
এদিকে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কীর্তনখোলা পত্রিকার নির্বাহী সম্পাদক এ এফ আনোয়ারুল হক, বরিশাল উইমেন চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি বিলকিস আহমেদ লিলি, সাধারন সম্পাদক রেবেকা সুলতানা, বরিশাল রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি আলী জসিম, প্রান্তজনের ব্যবস্থাপক ইব্রাহিম হানিফ মাসুম, ডিআইএ কর্মকর্তা মাহমুদ হাসান সজিব প্রমুখ।
এদিকে “দেশি” ব্রান্ড সম্পর্কে প্রান্তজনের নির্বাহী পরিচালক এস এম শাহাজাদা বলেন, প্রান্তজন সর্বদাই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাথে কাজ করছে। তারই ধারাবাহিকতায় কৃষকদের উৎপাদিত ন্যায্য মূল্যে সংগ্রহ করে সঠিক উপায়ে প্রক্রিয়াজাত করে “দেশি” ব্রান্ডের মাধ্যমে বাজারজাত করবে। তিনি আরো বলেন, বর্তমানে প্রান্তজন এগ্রো এন্টারপ্রাইজ সরাসরি স্থানীয় ভাবে চুক্তিবদ্ধ কৃষকদের উঠান থেকে ফসল সংগ্রহ করে থাকে। তাছাড়া দেশের বাজারে এই নতুন ব্রান্ডের চাহিদা ইতিমধ্যে বেশ লক্ষ্য করা গেছে। এই ব্রান্ডের মাধ্যমে লাল চাল, লাল আটা, বরিশালের ঐতিহ্যবাহী নাখুশি ধানের হাতে ভাজা মোটা মুড়ি, সরিষার তৈল,মুসুর ডাল সহ আরো অনেক কৃষিপন্য সরবরাহ করবে প্রান্তজন এগ্রো এন্টারপ্রাইজ। এসময় তিনি উৎকৃষ্টমানের এই দেশি ব্রান্ডের পন্যে সংগ্রহ করতে সকলের প্রতি আহবান জানান।
প্রান্তজন’র “দেশি” ব্রান্ডের পরিচিতি ও কৃষিপন্য মুগডালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের সামাজিক, রাজনৈতিক, এনজিও প্রতিনিধি এবং কৃষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফটোগ্যালারীঃ
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com