গানের প্রতি অকৃত্তিম ভালোবাসা কারণে নিয়মিত গান লিখছেন বাংলাদেশ পুলিশের উচ্চপদস্ত কর্মকর্তা দেওয়ান লালন আহমেদ। ২৫ মার্চ কালো রাতে রাজারবাগ পুলিশ লাইনে ঘটে যাওয়া বর্বর ঘটনা নিয়ে প্রথম গান লেখেন তিনি। 'পচিশে মার্চ' শিরোনামে ওই গানটি গত মার্চে প্রকাশ পায়। গেয়েছিলেন ফিডব্যাকের লুমিন। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীরাঙ্গনা টেপরি রানীকে নিয়েও এর আগে গান লিখেছেন এ গীতিকার।
তার লেখা প্রায় সবগুলো গানই প্রশংসিত। এবার নতুন একটি নাটকে গান লিখেছেন পুলিশের এই উচ্চপদস্ত কর্মকর্তা। ‘ভুল অংক’ শিরোনামের এই গানের সুর ও সঙ্গীত পরিচালনা পাশাপাশি গানটি গেয়েছেন অটমনাল মুন।
শ্রাবণী ফেরদৌসের রচনা ও নির্দেশনায় ওই নাটকটির নামও ‘ভুল অংক’। নির্মাতা বলেন, নাটকের গল্পের সঙ্গে গানের গুরুত্বটা অনেক বেশি। এই গানটাই গল্পকে এগিয়ে নিয়ে যায়। সেজন্য গান এবং নাটক দুটোর নামই ‘ভুল অংক’।
একই পরিচালকের ‘স্ট্যান্ডিং নাদিম’ নাটকে ‘কষ্ট’ নামে আরেকটি গান লিখেছিলেন এ গীতিকার। ।
গানটি প্রসঙ্গে গীতকবি দেওয়ান লালন বলেন, ‘ ভুল অংক গানের কনসেপ্টটা দারুন। মিথ্যে কোনো কিছু আঁকড়ে যদি সামনে আগানো হয়, একটা সময় সত্যটা বেরিয়ে আসে। মিথ্যে কখনও ভালো প্রাপ্তি দেয় না। এটাই ‘ভুল অংক’র উপজীব্য। আশা করি গানটি সবার ভালো লাগবে’।
‘ভুল অংক’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন কাজী আসিফ ও শার্লিন ফারজানা। আগামী শুক্রবার একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com